মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ অক্টোবর: শত্রুতা করে মেহেরপুর সদর উপজেলার ইছাখালি গ্রামের জামাল আলীর প্রায় ৫০টি মেহেগনী গাছের চারা উপড়ে ফেলে দিয়েছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার ভোরের দিকে ঐ ঘটনা ঘটে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন জমির মালিক জামাল।
অভিযোগ পত্রে জানা গেছে, সদর উপজেলার ইছাখালি গ্রামের জালাল মন্ডলের ছেলে জামাল আলী ইছাখালি তাঁতী জোল মাঠে বেশ কিছু মেহেগনী চারা লাগায়। এদিন রাতে একই গ্রামের পাশের জমির মালিক মনিরুল ঐ মেহেগুণী চার গুলোর উপড়ে ফেলে দেয়।