মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ আগস্ট: মেহেরপুর সদর উপজেলার ইছাখালী ও হরিরামপুর গ্রাম থেকে ৩ বোতল ফেনসিডিল এবং ১১ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। আজ সোমবার সকালে বাজিতপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহজান আলীর নেতৃত্বে একটি টহল দল হরিরামপুর মাঠের মধ্যে অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করেন। এদিকে রোববার সন্ধ্যায় বাজিতপুর বিওপির নায়েক সুবেদার শাহাজাহান মিয়ার নেতৃত্বে আরেকটি টহল দল ইছাখালী গ্রামের হেয়ারিং রাস্তার উপর থেকে ৩ বোতল ফেনসিডল উদ্ধার করেন। ৩২ বিজিবি (কুষ্টিয়া) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আরমান হোসেন জানিয়েছেন উদ্ধার হওয়া মাদকগুলো ধ্বংসের জন্য ৩২ বিজিবি সদর দপ্তরে নেওয়া হয়েছে।