বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ইছাখালী সীমান্তে আরজান শাহ ওরশ শুরু ।। আসতে পারেনি ওপার বাংলার ভক্তরা

By মেহেরপুর নিউজ

March 27, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ মার্চ: মেহেরপুর সদর উপজেলার ইছাখালি নফরচন্ত্রপুর সীমান্তে ২ দিনব্যাপি ৫৬ তম লালন সাধক আরজান শাহ ওরশ শুরু হয়েছে। তবে মিলিত হতে পারেননি দুই বাংলার ভক্তরা।সীমান্তে কাঁটাতারের গেট খুলে দেয়ার কথা থাকলেও অনুমতি না মেলায় বিএসএফ গেট খুলে দিতে পারেনি বলে জানা গেছে। আজ বুধবার সকাল ৮টার দিকে ওরশ উপলক্ষে শুরু হয়েছে বিভিন্ন ধর্মের মানুষের মিলন মেলা, লালন গীতি ও ভক্তসেবা । প্রতিবছর এ উপলক্ষে দুই বাংলার মানুষ ও ভক্তরা  আরজান শাহ’র মাজার শরীফে জমায়েত হতেন। এবার উভয় দেশের সীমান্ত রক্ষী অনুমতি না পাওয়ায় কাটাতারের গেট উন্মুক্ত  না হওয়ায় ভারতের হাজার হাজার ভক্তরা এদেশে আসতে পারেনি।