ফুটবল

মেহেরপুরের ইদ্রিস শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাধাকান্তপুর সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

October 05, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মাঠে অনুষ্ঠিত ইদ্রিস শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে রাধাকান্তপুর একাদশ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার অনুষ্ঠিত দ্বিতীয় কোয়াটার ফাইনাল খেলায় রাধাকান্তপুর ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে গাড়াডোব একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়।

এতে রাধাকান্তপুর ফুটবল একাদশ ৪-৩ গোলে গাড়াডোব একাদশকে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় বিজয়ী দলের জাফর ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার তুলে দেন মেহেরপুর জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শেখ জাবের শান্ত, মেহেরপুর জেলা ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, ইব্রাহিম প্রমুখ।