বিশেষ প্রতিবেদন

মেহেরপুরের এক আনসার সদস্যর একি কান্ড ॥ ডিবি’র মেডিকেল এ্যাসিসটেন্ট পরিচয় দিয়ে ওষুধের দোকানে প্রতারনা

By মেহেরপুর নিউজ

June 08, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুন :

ডিবি’র মেডিকেল এ্যাসিসটেন্ট পরিচয় দিয়ে ওষুধের দোকানে প্রতারনা করে ওষুধ নিয়ে সটকে পড়ার সময় মেহেরপুরের পুলিশ সুপারের হাতে ধরা পড়েছে বিশ্বনাথপুর আইসি ক্যাম্পে সদ্য যোগদানকারী ২৬ আনসার ব্যাটালিয়নের সদস্য মো: জুয়েল রানা(রেজি নং:১৯১৪০৩৩)। পুলিশ সুপার ইকবাল হোসেন নিজ হাতে প্রতারক আনসার সদস্য কে ধরার পর মেহেরপুর সদর থানা পুলিশের হাতে তুলে দেন । এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় সাধারন ডায়েরী হয়েছে।

পুলিশ জানায়,আজ ০৮ জুন মেহেরপুরের বিশ্বনাথপুর আইসি ক্যাম্পে সদ্য যোগদানকারী ২৬ আনসার ব্যাটালিয়নের সদস্য কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বালিযাদি গ্রামের ডা: আব্দুল করিমের ছেলে মো: জুয়েল রানা পাবলিক লাইব্রেরী মার্কেটের রানা ষ্টোরে ডিবি’র মেডিকেল এ্যাসিসটেন্ট পরিচয় দিয়ে হামকি ধামকি মেরে ওষুধ সহ বিভিন্ন দামী মালামাল জোরপূর্বক ব্যাগে ঢুকাতে থাকে। দোকানের মালিক রানার বিষয়টি সন্দেহ হলে দোকানের সামনে দিযে ট্রেনিস মাঠে যাওয়ার সময় মেহেরপুরের পুলিশ সুপার ইকবাল হোসেন কে বিষয়টি অবগত করে রানা। পুলিশ সুপার নিজে তাকে ধরে সদর থানা পুলি কে দেয়। এর একদিন আগে একই ব্যক্তি একই পরিচয় ব্যবহার করে একই দোকান থেকে ১ হাজার টাকা ঔষধ সহ বিভিন্ন জিনিস নিয়ে কুরিয়ার করার নাম করে টাকা না দিয়ে চলে যায়।

এদিকে আটকের পর আনসারের উর্দ্ধতন কর্তপক্ষকে বিষয়টি অবহিত করে বিকালের দিকে প্রতারক আনসার সদস্য জুয়েল রানা কে বিশ্বনাথপুর আইসি ক্যাম্পের ইনচার্জের জিম্মায় দেয় পুলিশ।

উল্লেখ্য,গত ৬ জুন প্রতারক আনসার সদস্য জুয়েল রানা পটুয়াখালী থেকে বদলী হয়ে মেহেরপুরের বিশ্বনাথপুর ক্যাম্পে আসে।