রাজনীতি

মেহেরপুরের এমপি ও পৌর মেয়রের বিরুদ্ধে আওয়ামী লীগের সাবেক এমপির সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

May 31, 2016

মেহেরপুর নিউজ, ৩১ মে: মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য ফরহাদ হোসেনের বিরুদ্ধে দূর্নীতির আশ্রয় নেয়া এবং পৌর মেয়র মোতচ্ছিম বিল্লাহ মতু সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন ।  মঙ্গলবার দুপুরে জয়নাল আবেদীন শহরের যাদবপুর সড়কে তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন , হুইট ব্লাস্ট রোগে মেহেরপুরে এবার কৃষকের গম জমিতেই নষ্ট হয়ে গেছে। কয়েক শ বিঘার জমির জিরার দানার ন্যায় গম জমিতেই পুড়িয়ে ফেলেছে বারদি বীজ উৎপাদন খামার ও চিৎলা বীজ উৎপাদন খামার। লক্ষ্যমাত্রার সিকিভাগ গম উৎপাদন না হবার পরেও অন্য জেলা থেকে গম এনে এমপি‘র নেতৃতে তার আস্থাভাজনরা সরকারি খাদ্য গুদামে বিক্রি করা হচ্ছে। অথচ ক্ষতিগ্রস্থদেরও যদি দু একটন করে গম দেয়ার ব্যাবস্থা করতেন তবুও তারা ক্ষতি পুষিয়ে নিতে পারতেন। তিনি আরো বলেন পৌর মেয়র ইউজি আই আই পি’র ১৫ কোটির টাকার কাজে ১০ শতাংশ কমিশন নিয়ে সেখান থেকে ৫ শতাংশ কমিশনের টাকা বর্তমান এমপিকে দিয়েছেন। মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু পৌরসভা সংলগ্ন এক একর ৬২ শতক (পুরাতন হাসপাতালের) সরকারের জমি দখল করে পুরাতন ভবন ভেঙে বিশ কোটি টাকার ক্ষতি করেছেন এবং সেই জমিতে বহুতল মার্কেট নির্মাণ করছেন। অথচ জেলা প্রশাসন নিরব ভ‚মিকা পালন করছে। পুরাতন হাসপাতালের ওই সরকারি জায়গাতে শিশু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল ও চক্ষু হাসপাতাল নির্মানের দাবী জানান জয়নাল আবেদীন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাবেক গবেষণা ও শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল মান্নান (ছোট) ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী। গত ১৮ মে বাংলাদেশ প্রতিদিনের পেছনের পাতায় ‘বাজার থেকে গম কিনে গুদামে সরবরাহ করছে নেতারা’ শিরোনামে সংবাদে প্রকাশের পর মেহেরপুর প্রতিনিধিকে আসামী করে গত ২২ মে মেহেরপুরের সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সংসদ সদস্যর বোনজামাই আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। ওই সংবাদকে  শতভাগ সত্য আখ্যায়িত করে  মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান সংবাদ সম্মেলনে।