বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকে ঔষুধসহ বিভিন্ন সামগ্রিক বিতরণ

By মেহেরপুর নিউজ

June 04, 2023

মেহেরপুর নিউজ ;

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগ উপজেলাব্যাপী কমিউনিটি ক্লিনিকে ওয়েট মেশিন, বিপি মেশিন, এ্যাকুয়া চেক-সমমানের গ্লুকোমিটার, স্ট্রিপ ও নেবুলাইজার মেশিন ব্যবহারের জন্য ইউন্ডেল প্লাস ঔষুধ বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ওয়েট মেশিন, বিপি মেশিন, এ্যাকুয়া চেক-সমমানের গ্লুকোমিটার, স্ট্রিপ ও নেবুলাইজার মেশিন ব্যবহারের জন্য ইউন্ডেল প্লাস ঔষুধ বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকে ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তাদের হাতে ওয়েট মেশিন, বিপি মেশিন, এ্যাকুয়া চেক-সমমানের গ্লুকোমিটার, স্ট্রিপ ও নেবুলাইজার মেশিন ব্যবহারের জন্য ইউন্ডেল প্লাস ঔষুধ তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস সেখানে উপস্থিত ছিলেন।