ব্যবসা ও বানিজ্য

মেহেরপুরের কাজিপুরে ফরমালিন মেশানো ৯০টন আম ধ্বংস

By মেহেরপুর নিউজ

June 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে জব্দকৃত ফরমালিন মিশ্রত ৯০ টন আম ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেনের উপস্থিতিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের তত্ববধানে একটি ডোবাতে আমগুলো ধ্বংস করা হয়েছে। ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন জানিয়েছেন, ২৮ মে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের ভ্রাম্যমান আদালত কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে ৮৮২টি ড্রাম ভর্তি ফরমালিন মেশানো আম জব্দ করেন। ফরমালিন মেশানোর দায়ে প্রাণ এগ্রো কোম্পানির প্রতিনিধিসহ স্থানীয় একজনকে দুই বছরের কারাদন্ড ও ১ লাখ ৩০ হাজার টাকা করে জরিমানা করেন। প্রাণ কর্তৃপক্ষকে ১৫ মে’র মধ্যে আম ধ্বংসের নির্দেশ দেন ভ্রামামান আদালত। কিন্ত্র প্রাণ কৃর্তৃপক্ষ আম ধ্বংস না করায় আদালতের নির্দেশে আজ এই আম ধ্বংস করা হলো।