জাতীয় ও আন্তর্জাতিক

মেহেরপুরের কাজীপুর সীমান্তে রোহিঙ্গা পুশব্যাকের চেষ্টাকালে বিএসএফ সদস্য আটক

By মেহেরপুর নিউজ

November 10, 2017

মেহেরপুর নিউজ,১০ নভেম্বর: মেহেরপুরের গাংনীর কাজীপুর সীমান্তে রোহিঙ্গা পুশব্যাকের চেষ্টাকালে লিটন দাস নামের এক বিএসএফ সদস্যকে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার রাত ৯টার সময় কাজীপুর সিমান্তের ১৪৬ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। অাটক লিটন দাস ৩৯ বিএসএফ’র গান্ধিনা ক্যাম্পে এস আই হিসেবে কর্মরত রয়েছে।

স্থানীয়রা আটক বিএসএফ সদস্যকে কাজিপুর বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে। বিএসএফ সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করেছে কাজিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মনোহর হোসেন।

স্থানীয়রা জানান, কাজিপুর সিমান্তের ১৪৬নং পিলারের পাশে পুশব্যাকের জন্য কয়েক’শ রোহিঙ্গা জড়ো করে বিএসএফ। কাঁটাতারের বেড়া খুলে পুশব্যাকের চেষ্টা করলে স্থানীয়দের ধাওয়ায় বিএসএফসহ রোহিঙ্গারা পালিয়ে যায়।

এ সময় সেখান থেকে একজ বিএসএফ সদস্যকে আটক করে স্থানীয়রা। আটককৃত বিএসএফ সদস্যকে কাজিপুর বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।

এদিকে এ ঘটনার পর থেকে সিমান্তে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে সীমান্তের ওপারে অতিরিক্ত সৈন্য মোতায়েন ও ভারি অস্ত্র নিয়ে বিএসএফ অবস্থান নিয়েছে বলে বিজিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বাংলাদেশের কাজীপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।