রাজনীতি

মেহেরপুরের কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলেন মিজানুর রহমান রানা

By মেহেরপুর নিউজ

October 28, 2015

মেহেরপুর নিউজ,২৮ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে বে-সরকারী ফলাফলে উপজেলা আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মিজানুর রহমান রানা বিজয়ী হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহা: সরোয়ার হোসেন বেসরকারীভাবে এ ফলাফল ঘোষনা করেন।

নির্বাচনে মিজানুর রহমান রানা (তালগাছ) ৪ হাজার ৮ শত ১৯, সিহাব উদ্দীন (দুটি পাতা) ৩ হাজার ২ শ ৮৫, জিহাদ আলী (অটো রিকসা) ৩ হাজার ১শ ৫৬, আতিয়ার রহমান (টেবিল ফ্যান) ২ হাজার ২ শ ৩৭, আরশেদ আলী (ফ্রিজ) ৬শ ১ ভোট পান। প্রতিদ্বন্দী প্রার্থী শিহাব উদ্দীনের চেয়ে ১৫শ ৩৪ ভোট বেশি পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা। ২৮ আগষ্ট ইউপি চেয়ারম্যান কাবুল হোসেনের মৃত্যুতে পদটি শুন্য হয়।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষনা করার পরপরই উল্লাসে ফেটে পড়ে মিজানুর রহমানের কর্মি সমর্থক ও ভোটাররা। এদিকে মিজানুর রহমান রানা কে তাৎক্ষনিক ভাবে সংবর্ধনা দিয়েছে উপজেলা আওয়ামীলীগ। গাংনী বাজার বাসষ্টান্ডে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, আওয়ামীলীগ নেতা হাজী মোহাসিন আলী, প্রভাষক মহিবুর রহমান মিন্টু, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রেজা সেন্টু, সাধারন সম্পাদক বিপ্লব হোসেন।

 

কোন কেন্দ্রে কত ভোট:

কাথুলী পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আতিয়ার রহমান ০২,আরশেদ আলী ০৯,জিহাদ আলী ৩২৮,মিজানুর রহমান রানা ৫১৭,শিহাব উদ্দীন ৩৮৮। কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আতিয়ার রহমান ১৭, আরশেদ আলী ১২,জিহাদ আলী ৩১২,মিজানুর রহমান রানা ১৯৮৭,শিহাব উদ্দীন ৪৩৫। গাড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আতিয়ার রহমান ০১, আরশেদ আলী ০৪,জিহাদ আলী ১৫৭,

মিজানুর রহমান রানা ৫৫১,শিহাব উদ্দীন১৯৭। রামকৃষ্ণপুর নব সরকারী প্রাথমিক বিদ্যালয় আতিয়ার রহমান ০৪, আরশেদ আলী ০৫,জিহাদ আলী ৭৫, মিজানুর রহমান রানা ৩২৯,শিহাব উদ্দীন ৯৮৪। কাথুলি সরকারী প্রাথমিক বিদ্যালয় আতিয়ার রহমান ১৫, আরশেদ আলী ০৮,জিহাদ আলী ২৫৭, মিজানুর রহমান রানা ৫৩৫,শিহাব উদ্দীন ৮৩১। খাসমহল সরকারী প্রাথমিক বিদ্যালয় আতিয়ার রহমান ৬৫৮, আরশেদ আলী ০৬,জিহাদ আলী ২৩৯, মিজানুর রহমান রানা ৩৫৭,শিহাব উদ্দীন ৭২। লক্ষিনারায়নপুর নব সরকারী প্রাথমিগাড়াবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আতিয়ার রহমান ০১, আরশেদ আলী ০৪,জিহাদ আলী ১৫৭, মিজানুর রহমান রানা ৫৫১,শিহাব উদ্দীন ১৯৭। মাইলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় আতিয়ার রহমান ৪৯৭, আরশেদ আলী ২২২,জিহাদ আলী ৫৭০, মিজানুর রহমান রানা ১১০,শিহাব উদ্দীন ১২৭। নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আতিয়ার রহমান ৬১৪, আরশেদ আলী ৯২,জিহাদ আলী ৯৬৯, মিজানুর রহমান রানা ৩৮০,শিহাব উদ্দীন ২০০। কাথুলী ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৮শ ৯৭ জন। এর মধ্যে১৪ হাজার ৩শ ৫৯ ভোট পোল হয়েছে। বাতিল ভোটের সংখ্যা ২শ ৬১। 

ক বিদ্যালয় আতিয়ার রহমান ৪২৯, আরশেদ আলী ২৪৩,জিহাদ আলী ২৪৯, মিজানুর রহমান রানা ৫৫,শিহাব উদ্দীন ৫১।