আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ জুন: মেহেরপুর শহরের কাথুলী সড়কের নায়েবের বাগানে জুয়া’ খেলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত ইমরানের মৃত্যু হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে উন্নতর চিকিৎসার জন্য এম্বু্লেন্সযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া পথে রাত সাড়ে ৯ টার দিকে পথিমধ্যে সে মারা যায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এর আগে ধারালো সোর্ডের কোপে ঘটনাস্থলে মারা যায় শহরের হঠাৎ পাড়ার আনারুলের ছেলে বাদাম বিক্রেতা জুয়াড়ী রিপন। এ নিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২ জনে। সংঘর্ষে আহত,ক্যাশব পাড়ার আবু তালেবের ছেলে পানবিড়ির ব্যবসায়ী রবি্উল পুলিশ পাহারায় মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দ্ধ্যারাতে পৌর কলেজ পাড়ার বাবু’র ছেলে জনিকে আটক করেছে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,নিহত এবং আহতরা সকলে একত্রে বসে জুয়া’ খেলছিল। খেলা চলতে চলতে টাকা ভাগাভাগীকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে রিপন নিহত হয়েছে। তিনি আরোও জানান,আহতরা স্বীকার করেছে জুয়া’ খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ। উল্লেখ্য,আজ রোববার বিকেল সোয়া ৪ টার দিকে মেহেরপুর শহরের কাথুলী সড়কের নায়েবের বাগানে শহরের কয়েকজন উঠতি ক্ষুদ্র ব্যবসায়ী একত্রে বসে জুয়া খেলছিল। খেলার এক পর্যায়ে টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে উভয় দু’গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। রিপন গ্রুপের সাথে ইমরান গ্রুপের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে ইমরান গ্রুপের লোকজন ধারালো সোর্ড দিয়ে রিপনের মাথায় কোপ দিলে রিপন মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে মারা যায়। আহত হয় রিপন গ্রুপের রবিউল এবং ইমরান গ্রুপের প্রধান ইমরান।