টপ নিউজ

মেহেরপুরের কালাচাঁদপুর জিয়ালা বিল খাল পুনঃখননের কাজ শুরু

By মেহেরপুর নিউজ

October 17, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুর জিয়ালা বিলের পানি অপসারণের জন্য খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে। কালাচাঁদপুর গ্রামবাসীর উদ্যোগে মেহেরপুর পৌরসভার সহযোগিতায় খাল পুনঃখননের কাজটি শুরু করা হয়।

শহরের শেখপাড়ার কতিপয় ব্যক্তিরা জিয়ালা বিলের আশেপাশে কয়েকশো একর আবাদি জমি পানিবন্দি করে সেখানে মাছ চাষ শুরু করেন। ওই এলাকায় জোরপূর্বক মাছ চাষ করার ফলে কয়েক শ একর জমির আবাদি ফসল পানির নিচে তলিয়ে যায়।

বিষয়টি পৌর মেয়র কে অবহিত করলে সেখানে খাল পুনঃখনন করার উদ্যোগ গ্রহণ করা হয়। খালটি পুনর্খনন করা শেষে ঐ সমস্ত পানি অপসারণ করা হবে। এদিকে জিয়ালা খাল পুনঃখনন কাজ শুরু হয় কালাচাঁদপুর এবং উজলপুর গ্রামের চাষিদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করেছে।