মেহেরপুর নিউজঃ
গ্রীষ্মকালের মাঝামাঝি এসে মেহেরপুরে আকাশে প্রচন্ড ঘনো কাল মেঘের দেখা মিললেও কাঙ্খিত বৃষ্টি হয়নি।তবে কিছুটা ঠান্ডা বাতাস জনমনে প্রশান্ত এনে দিয়েছে।
গ্রীষ্মকালের মাঝামাঝি অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের ১লা তারিখ বৃহস্পতিবার বিকালের দিকে প্রচন্ড ঘনো কালো মেঘে মেহেরপুরের আকাশ ছেঁয়ে যাই। ঘনো কালো মেঘে এতটাই বেশি ছিল যে, অনেকে ভেবেছিল মুষলধারে বৃষ্টি হবে। কিন্তু তেমন কিছুই ঘটেনি। মেঘ লাগার পরপরই সামান্য বৃষ্টি এবং খানিকটা বাতাস উঠলে জনমণে স্বস্তি ফিরে আসে। গত কয়দিন যাবত প্রচন্ড দাবদাহে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছিল। বৃহস্পতিবার বিকেলের দিকে খানিকটা ঠান্ডা বাতাস জনমনে প্রশান্তি এনে দেয়।