বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের কাশাড়ীবাজারের রিমি জুয়েলার্সে দূর্ধর্ষ চুরি ॥স্বর্নালঙ্কারসহ ৩লক্ষাধীক টাকার মালামাল খোয়া

By মেহেরপুর নিউজ

July 07, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জুলাই: মেহেরপুর শহরের কাশাড়ীবাজারস্থ রিমি জুয়েলার্সের পেছনের দেয়াল ভেঙ্গে দোকানে প্রবেশ করে সিন্ধুক,ক্যাশবাক্স ও শোকেজ ভেঙ্গে  নগদ টাকা সহ সোনা ৩ লক্ষাধীক টাকার সোনা ও রোপার অলঙ্কার চুরি করে নিয়ে গেছে এক দল সঙ্ঘবদ্ধ চোর। পুলিশ ও দোকান মালিক জানান, আজ শনিবার সকাল সাড়ে ৯ টার সময় প্রতিদিনের ন্যায় আব্দুল মজিদ তার দোকান  খুলে দেখে পেছনের দেয়াল ভেঙ্গে একদল চোর তার দোকানের সিন্ধুক,ক্যাশবাক্স ও শোকেজ ভেঙ্গে  ৩ লক্ষাধীক টাকার মালামাল  চুরি করে নিয়ে গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে চোর দলের ফেলে যাওয়া ২টা শাবল,১ টা শ্রেনী,১টা সেলাই রেঞ্জ,২টা স্ক্র ড্রাইভার ও কয়েক টুকরা কাঠ উদ্ধার করে থানায় নিয়ে আসে।পুলিশ ধারনা করছে গভী রাতের কোনো এক সময় সঙ্ঘ বদ্ধ একটি চোরের দল এ ঘটনা ঘটিয়েছে। তবে এসময় তারা পাশের দোকান বিপুল অটোর পেছনের দেয়াল ভাঙ্গলেও সেখান থেকে কিছু নিতে পারেনি। তবে এ রিপোট  লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানান দোকান মালিক আব্দুল মজিদ।