খুলনা বিভাগ

মেহেরপুরের কৃতি ব্যক্তিত্ব নাসির উদ্দীন মিরু আর নেই

By Enayet Akram

September 24, 2019

মেহেরপুর নিউজ,২৪ সেপ্টেম্বর: মেহেরপুরের কৃতি ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নাসির উদ্দীন মিরু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।।

আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।  ১৯৪৬ সালের ১১ নভেম্বর নদিয়ার করিমপুর থানার ফাজিলনগর গ্রামে  তিনি জন্মগ্রহণ করেন।গত শতকের পঞ্চাশের দশকে তার পরিবার মেহেরপুর শহরে চলে আসে। তার পিতা নকিব উদ্দীন ছিলেন সচ্ছল কৃষক। নাসির উদ্দীন মেহেরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। মেহেরপুর কলেজ থেকে আই কম ও বিএ ডিগ্রী অর্জন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, লেখক নাসির উদ্দীন মিরু অনেকদিন ধরে রোগে ভুগছিলেন। গত দুদিন আগে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।শেষ খবর , হাসপাতালে লাশ হস্তান্তরের সকল আনুষ্ঠানিকতা শেষে লাশবাহি এ্যাম্বুলেন্সটি মেহেরপুরের উদ্দেশ্যে রওয়ানা হবে।

উল্লেখ্য, নাসির উদ্দীন মিরু মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির  প্রথম সাধারণ সম্পাদক ছিলেন।