করোনাভাইরাস

মেহেরপুরের কোটপাড়ায় একদল যুবকদের অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

April 30, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের কোটপাড়া এলাকার একদল উদ্যমী যুবক এর উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে।

বৃহস্পতিবার রাতে কোটপাড়া পাড়া এলাকার কতিপয় যুবকরা নিজেদের উদ্যোগে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় দরিদ্র অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।

নাম প্রকাশ না করার শর্তে ওই যুবকরা জানান, মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ৬০ টি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সেমাই, সুজি, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রি পৌঁছে দেওয়া হয়।