টপ নিউজ

মেহেরপুরের কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

August 29, 2019

শামীম আহম্মেদ, মহাজনপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে আমের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম বৃক্ষ রোপনের উদ্বোধন করেন।

এসময় বিদ্যালয়ে সকল ছাত্রছাত্রী ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ সময় সবার উদ্দেশ্যে বলেন, উদ্ভিদ আমাদের জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ সুতরাং বৃক্ষ বাঁচলে আমরা বাঁচবো।

তিনি আরো বলেন আমাদের এ কর্মসূচি বিদ্যালয়ের মধ্যে সিমাবদ্ধ না রেখে নিজ নিজ বাড়িতে বেশি করে গাছ লাগানো উচিত। ১০ম শ্রেনীর ছাত্রী মীম জানিয়েছে আজ পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বন অগ্নিকান্ডে উজাড় হবার পথে, তাই এই ঘাটতি কিছুটা পূরণ করতে চাইলে আমাদের প্রত্যেক এর অত্যান্ত একটি করে গাছ লাগানো উচিৎ।

এছাড়া অন্যান্য শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন।