অন্যান্য

মেহেরপুরের কোলার কড়ুইতলার মোড়ে ট্রলি উল্টে ৫ শ্রমিক আহত

By মেহেরপুর নিউজ

March 03, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ মার্চ:

মেহেরপুর-মহাজনপুর সড়কের বিল কোলা গ্রামের কড়ুইতলার  মোড় নামক স্থানে বালি বহনকারী ট্রলি উল্টে ৫ জন শ্রমিক মারাত্নক আহত হয়েছে। আহতরা হলেন,বিলকোলা গ্রামের সিরাজুল ইসলাম,ফজলুল হক,আজাহার আলী,রফিকুল ইসলাম ও মাসুদ রানা। আহতদের মধ্যে মাসুদ রানার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে মেহেরপুর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক। বাকী আহত শ্রমিকরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে বলেন,আহত শ্রমিকদের মধ্যে মাসুদ রানার অবস্থা আশংকাজনক।  উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে ট্রলি ভর্তি বালি ও ৫ শ্রমিককে নিয়ে ট্রলিটি আশরাফপুর গ্রামে যাওয়ার উদ্যেশে বিলকোলা গ্রাম থেকে রওয়ানা হয়। ট্রলিটি বিলকোলার মোড়ে আসার পর অপরদিক থেকে আসা একটি দ্রুতগামীর করিমনকে সাইড দিতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এসময় নছিমনে থাকা যাত্রীরা অক্ষত থাকলেও ট্রলিতে থাকা ৫ শ্রমিক মারাত্নক আহত হয়।

ঘটনাস্থলে উপস্থিত আব্দুস শুকুর নামের এক পথচারী মেহেরপুর নিউজকে বলেন,ট্রলি চালকের খুব একটা দোষ ছিলনা। করিমনের যাত্রীদের রক্ষা করতে গিয়েই সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।