বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের ক্রীড়াকে এগিয়ে নিতে জেলা পরিষদের চেয়ারম্যানের ফুটবল বিতরণ

By মেহেরপুর নিউজ

August 20, 2023

মেহেরপুর নিউজ:

মাদকমুক্ত সমাজ গড়তে এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করতে মেহেরপুরের বিভিন্ন এলাকার যুবসমাজকে এগিয়ে নিতে ফুটবল বিতরণ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম।

রবিবার দুপুরের দিকে জেলা পরিষদ মিলনায়তনে ফুটবল বিতরণ করা হয়। মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম উপস্থিত থেকে ফুটবল বিতরণ করেন।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার জগতকে শক্তিশালী করতে আমি কাজ করে যাব। এসময় জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন সেখানে উপস্থিত ছিলেন।