বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের খোকসা-গাড়াডোবের সংযোগ সড়কে দূর্ঘটনায় এক ইটভাটা শ্রমিক আহত

By মেহেরপুর নিউজ

February 07, 2013

শহিদুল ইসলাম,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ ফেব্রুয়ারী: মেহেরপুর সদর উপজেলার খোকসা-গাড়াডোবের সংযোগ সড়কের মাঝামাঝি স্থানে আলগামন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ডলার মাহমুদ নামে এক ইটভাটা শ্রমিক। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে আলগামনে থাকা আরোও ৮ শ্রমিক। আহত শ্রমিক ডলার মাহমুদ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজকে জানান,আহত ডলার মাহমুদের অবস্থা আশংকাজনক। তার ডান পা ভেঙ্গে গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাকে রেফার্ড করা হতে পারে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে প্রতিদিনের ন্যায় একদল ইটভাটা শ্রমিক আলগামনে করে আমদহের একটি ইটভাটায় কাজের জন্য যাচ্ছিল। আলগামনটি খোকসা-গাড়াডোবের সংযোগ সড়কের মাঝামাঝি স্থানে পৌছালে অপরদিক থেকে আসা কাঠ বোঝায় একটি ট্রাক(যশোর-৯৬০) এর মুখোমুখি সংঘর্ষ হয়। অল্পের জন্য ৮ শ্রমিক বেঁচে গেলেও আহত হয় খোকসা গ্রামের রেজাউলের ছেলে ইটভাটা শ্রমিক ডলার মাহমুদ(২৫)। ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত স্থান ত্যাগ করে।