কৃষি সমাচার

মেহেরপুরের খোকসা মাঠে নেট হাউজ বীজ আলু উৎপাদন পরিদর্শন

By মেহেরপুর নিউজ

February 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার খোকসা মাঠে ওয়ান এক্স ক্রপ কেয়ারের স্কয়ার সিডে টিস্যু কালচার ভিত্তিক বীজ আলু উৎপাদন নেট হাউসে আলুর বীজ উৎপাদনে সফলতায় এগিয়ে যাচ্ছে।

ওয়ান এক্স ক্রপ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাক মিলনের উদ্যোগে নেট হাউস মাধ্যমে প্রথমবারের মতো টিস্যু কালচার ভিত্তিক বীজ আলু উৎপাদন শুরু করেন। মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন কেন্দ্রের কর্মকর্তা আব্দুল কাদের টিস্যু কালচার ভিত্তিক নেট হাউজ মাঠ পরিদর্শন কালে তিনি ভুওসী প্রশংসা করেন।

জেলা বীজ উৎপাদন প্রত্যায়ন কেন্দ্রের কর্মকর্তা আব্দুল কাদের নেট হাউস ঘুরে দেখেন, এ সময় ওয়ান এক্স ক্রপ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক মিলনসহ অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।