বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গণজাগরণ মঞ্চ গুটিয়ে নিয়েছে উদ্যোক্তারা !

By মেহেরপুর নিউজ

March 09, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মার্চ: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রজন্ম মুজিবনগরের উদ্যোগে মেহেরপুর প্রেসক্লাব চত্বরে স্থাপিত গণজাগরণ মঞ্চটি;ধারাবাহিক কার্যক্রম বন্ধ থাকার পর অবশেষে গুটিয়ে নিয়েছে উদ্যোক্তরা।

সারাদেশে যখন গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে একের পর এক কর্মসূচী পালিত হয়ে চলেছে ঠিক সেই মূহূর্তে বাংলাদেশের অস্থায়ী রাজধানী মুজিবনগরের মেহেরপুর শহরে স্থাপিত গণজাগরণ মঞ্চটি কি কারণে আয়োজকরা গুটিয়ে নিলেন সঠিকভাবে বুঝে উঠতে পারছেনা মেহেরপুরের সুশীল সমাজ। তারা স্পষ্ট করে জানতে চায়,নেপথ্যে কারণ কি? শিবিরের হামলা,নাকি অন্য কিছু। সুশীল সমাজের প্রতিনিধিরা এ ব্যাপারে আয়োজক প্রজন্ম মুজিবনগরের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যাও দাবী করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার জামায়াত-শিবির শহরে তান্ডব চালিয়ে দোকানপাট,মোটরসাইকেলসহ গণজাগরণ মঞ্চ ভাংচুর করে।এর পর শুক্রবার প্রজন্ম মুজিবনগরের উদ্যোক্তরা মঞ্চটি খাড়া করে তুললেও তারপর থেকে আর কোনো কর্মসূচী সেখানে করেনি। অবশেষে, আজ শনিবার সকাল থেকে প্রেসক্লাব চত্বরে গড়ে তুলা গণজাগরণ  মঞ্চটি দেখা যাচ্ছে না। রাতারাতি উধাও হয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে,উদ্যোক্তরা আপাতত গণজাগরণ মঞ্চে কর্মসূচী করবেন না বলে মঞ্চ গুটিয়ে নিয়েছেন। এ বিষয়ে প্রজন্ম মুজিবনগরের কয়েকজন উদ্যোক্তার সাথে কথা বলার চেষ্টা করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান।