মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীর সিনেমাহল পাড়ায় এ আর মটরসে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় পৌনে তিনটার দিকে এ চুরির ঘটনা ঘটে।
এ আর মটরসের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন টুকু জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শোরুমের ক্যাশ সহ সার্টারের মোট দশটি তালাবন্ধ করে তা ঠিক আছে কিনা কয়েকবার চেক করে নিজ বাড়ি কুষ্টিয়াতে যায়।
বুধবার দোকানে এসে দেখি সার্টার তালা ভাঙ্গা পরে দোকানে ঢুকে দেখা যায় অটো গাড়ির বিভিন্ন এ্যামপিয়ারের ৫৪টি ব্যাটারী চুরি হয়ে গেছে। তিনি আরো জানান, দোকানের সিসি ফুটেজে চুরির আলামত দৃশ্যমান হয়। সংবাদ পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেন।
পুলিশ সন্দেহভাজন দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাহারাদার বাঁশবাড়িয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মোতালেব হোসেন ও এ আর ট্রেডার্সের মার্কেটিং অফিসার আশিককে থানা হেফাজতে নিয়েছেন।