তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহম্মেদ আলীর আহবানে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মকবুল হোসেন, আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম অ্যাডঃ শফিকুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপি মকবুল হোসেনের একান্ত সহকারী শাহিদুজ্জামান শিপু, যুবলীগ নেতা রাহিবুল ইসলাম প্রমুখ।
এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহানসহ ছাত্রলীগ, কৃষকলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।