নির্বাচন

মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বাচনী মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

December 22, 2020

 তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহম্মেদ আলীর আহবানে এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মকবুল হোসেন, আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম অ্যাডঃ শফিকুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপি মকবুল হোসেনের একান্ত সহকারী শাহিদুজ্জামান শিপু, যুবলীগ নেতা রাহিবুল ইসলাম প্রমুখ।

এ সময় যুবলীগ সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহানসহ ছাত্রলীগ, কৃষকলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।