রাজনীতি

মেহেরপুরের গাংনীতে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ।। আহত ৩০ ।। ৭টি বোমা বিষ্ফোরণ

By মেহেরপুর নিউজ

August 15, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ আগষ্ট:

মেহেরপুরের গাংনী উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামে স্থানীয় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় গ্রামবাসি ও পুলিশ জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তেতুঁলবাড়িয়া গ্রামের আওয়ামীলীগ নেতা  শফিউদ্দিন ও আব্দুল হান্নান পক্ষের মধ্যে জাতীয় শোক দিবস পালন নিয়ে পূর্ব বিরোধের জের ধরে আধিপত্য বিস্তার করার চেষ্টাকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ৭টি বোমার বিষ্ফোরন ঘটে। সংঘর্ষে  শফি পক্ষের ১২ জন ও আব্দুল হান্নান পক্ষের ১৮ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় শফি উদ্দিনের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া সহ তার লোকজনের বাড়িতে লুটপাট চালায় হান্নান পক্ষ। গাংনী থানার অফিসার ইনচার্জ মাসুদুল আলম জানান, গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা  হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চলছে।