বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে আগ্নেয়াস্ত্র,গুলিসহ চরমপন্থি লালনকে আটক করেছে র‌্যাব-৬

By মেহেরপুর নিউজ

January 28, 2012

মো: আবু আক্তার,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ জানুয়ারী: র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) অভিযান চালিয়ে একটি সাটারগান, ২ রাউন্ড গুলিসহ একাধিক  মামলার আসামী, চাঁদাবাজ লালন (৩০) কে আটক করেছে। চরমপন্থি  লালন গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের তুফাজ উদ্দীনের ছেলে। লেঃ সাজ্জাদ রায়হান জানান, শনিবার প্রথম সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালনকে তার বাড়ি থেকে আটক করে র‌্যাব। সে চরমপন্থি সংগঠন পূর্ববাংলা কমিউনিউষ্ট এমএল লাল পতাকার সদস্য বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে। একাধিক মামলার আসামী লালন বেশ কিছুদিন যাবৎ বামুন্দী এলকার ইটভাটাগুলোতে মোবাইল ফোনে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজী করে আসছিল। ইটভাটা মালিকরা তার বিরুদ্ধে র‌্যাব ক্যাম্পে একাধিক অভিযোগ দায়ের করেছে। লেঃ সাজ্জাদ রায়হান আরো জানান,তার বিরুদ্ধে গাংনীসহ আশে পাশের থানায় সন্ত্রাসীমূলক কার্যক্রমের অভিযোগে একাধিক মামলা রয়েছে । এদিকে সন্ত্রাসী লালন র‌্যাবের হাতে আটক হওয়ায় এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে খবর পাওয়া গেছে।