করোনাভাইরাস

মেহেরপুরের গাংনীতে কর্মহীন ও অসচ্ছল পরিবারে খাদ্য সহায়তা দিলেন এমপি খোকন

By মেহেরপুর নিউজ

April 04, 2020

গাংনী প্রতিনিধি, তোফায়েল হোসেন:

মেহেরপুরের গাংনীতে কর্মহীন ও অসচ্ছল পরিবারে খাদ্য সহায়তা দিলেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিজস্ব অর্থায়নে উপজেলার তেরাইল, বামন্দি, বাওট ও ছাতিয়ান গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মোট ৪৩ টি পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও একটি করে সাবান দেওয়া হয়।

এছাড়াও ছাতিয়ান গ্রামের প্রতিবন্ধী চায়ের দোকানদার ফজলুল হকের ছেলে জামরুল ইসলামকেও আলাদাভাবে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, এমপি সাহেবের একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আনিসুজ্জামান লুইস, বাওট গ্রামের ইউপি সদস্য সাহাবুল ইসলাম, বামন্দি ইউপি সদস্য কামাল হোসেন ও শ্রমিক নেতা মোতালেব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।