তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামে কর্মহীন ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত পূর্ব প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী মোট ১৭০ টি পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে এ খাদ্য সহায়তা প্রদান করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে নোভেল করোনা ভাইরাসের ভয়াবহতার কথা উল্লেখ করে সকলকে সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজ নিজ বাড়ীতে অবস্থান (সর্দি, কাশি, জ্বর, কপাল ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি) উপসর্গ দেখা দিলে অবহেলা না করে তাৎক্ষণিকভাবে ডাক্তারের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন।
সকালের দিকে তিনি প্রথমে সহগলপুর, গাড়াবাড়িয়া ও কাথুলী এই ৩ টি ওয়ার্ডের তালিকা অনুযায়ী গাড়াবাড়িয়া গ্রাম থেকে ৭০টি পরিবারকে, রামকৃষ্ণপুর ও রাধাগোবিন্দপুর ধলা গ্রামের ২টি ওয়ার্ডের ৪০ টি পরিবারকে এবং লক্ষিনারায়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ২ টি ওয়ার্ডের নওয়াপাড়া, মাইলমারি ও লক্ষীনারায়নপুর ধলা গ্রামের ৬০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, কাথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন, সাবেক আওয়ামীলীগ নেতা আঃ রকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।