অন্যান্য

মেহেরপুরের গাংনীতে গোপন বৈঠকের সময় অস্ত্র ও বোমা সহ ৪ সন্ত্রাসী আটক

By মেহেরপুর নিউজ

September 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১১ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ২টি এলজি সাটার গান, ৪টি হাত বোমা সহ ৪ সন্ত্রাসীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন বৈঠক করার সময় বুধবার রাত ১১টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা সহ তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো ছাতিয়ান গ্রামের রফিকের ছেলে টুটুল (২২) ও মোরাদের ছেলে মিঠুন (২০), তেরাইল গ্রামের মনসুরের ছেলে ফিরোজ (২৫) ও আরজ আলীর ছেলে স্বপন (২০)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালাই। এ সময় তল­াশী চালিয়ে ২টি এলজি সাটার গান, ৪টি হাত বোমা সহ ৪ সন্ত্রাসীকে আটক করে গাংনী থানায় নিয়ে আসে গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে তাদের অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গাংনী থানায় সপর্দ করা য়েছে বলে জানান গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম।