করোনাভাইরাস

মেহেরপুরের গাংনীতে গ্রাম ইউনিটের মাধ্যমে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

March 31, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কাথুলী ইউনিয়নের গ্রাম ইউনিট সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গাড়াবাড়িয়া বিশ্বাস পাড়ায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কাথুলী ইউনিট সদস্য, গ্রামবাসী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান রানা’র সহযোগিতায় ১২০ টি পরিবারকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ইউনিট জেলা সমন্বয়কারী ফিরোজ আহমেদ পলাশ, এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দিন, কুতুবপুর স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক রেজাউর রহমান রেজাসহ টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।