টপ নিউজ

মেহেরপুরের গাংনীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ওয়ার্কসপ

By মেহেরপুর নিউজ

January 16, 2020

গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংক খুলনা এর আয়োজনে সোনালী ব্যাংক লিমিটেড গাংনী শাখার সহযোগিতায় এ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা’র উপ-মহাব্যবস্থাপক আলাউদ্দীন হোসেন, চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আব্দুল মজিদ, গাংনী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সাজেদুর রহমান।

ওয়ার্কসপে প্রজেক্টরের মাধ্যমে জাননোট সহজে চেনার উপায়সমূহ দেখানো হয়। এ সময় উপজেলার ব্যাংকের সাথে সম্পৃক্ত সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংক, খুলনা’র উপ-মহাব্যবস্থাপক ও উপস্থিত বক্তারা ওয়ার্কসপ থেকে লব্ধজ্ঞান জনসচেতনতার জন্য বহুল প্রচারের জন্য আহবান জানান।