অন্যান্য

মেহেরপুরের গাংনীতে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ।। আহত ২০, ৪টি বাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ ।। আটক ১২

By মেহেরপুর নিউজ

May 22, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২মে:

মেহেরপুর গাংনী উপজেলার দিঘলকান্দী ও কচুখালী গুচ্ছ গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ সময় উভয় গ্রামের ৪ টি বাড়িতে অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে।পুলিশ এ ঘটনায় ১২ জনকে আটক করে গাংনী থানা হেফাজতে রেখেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, বিকেলে দিঘলকান্দী  গ্রামের সাজেদার ছাগল কচুখালী গুচ্ছ গ্রামের সকমানের পুকুরে যায়। এ ঘটনায় উভয়ের মধ্যে কথাকাটির এক পর্যায়ে দিঘলকান্দী গ্রামের হান্নান কচুখালী গ্রামের সকমানের নেতৃত্বে দু’পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিশোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় গ্রামের তমছের (৪৫), মহিদুল (৩৪), তোতা (৫২), হান্নান (২৯), মন্টুসহ (২৮) ২০ জন আহত হয়। ঘটনার সময় উভয় গ্রামের ১০/১২ টি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কচুখালী গ্রামের ১২ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়েছে।