বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে দূর্যোগ আক্রান্ত ব্যাক্তিদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরন

By মেহেরপুর নিউজ

August 28, 2019

মেহেরপুরের গাংনীর দূর্যোগ আক্রান্ত ব্যাক্তিদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

বুধবার গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে এসমস্ত ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরন করা হয়। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাইদুজ্জামান খোকন উপস্থিত থেকে ৫৮ জনের মাঝে ৬১ বান্ডিল ঢিওটিন এবং ১ লক্ষ ৮৩ হাজার টাকা বিতরন করেন।

এসময় গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।