বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে পুলিশের দায়ের করা মামলায় ৩ শিক্ষক জামিনে মুক্ত

By মেহেরপুর নিউজ

January 18, 2013

সাইদ হোসেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জানুয়ারী: মেহেরপুরের গাংনীতে শিক্ষকদের নামে থানা  পুলিশের দায়ের করা মামলায় আটক তিন শিক্ষককে আদালত মুক্তি দিয়েছেন। আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে মেহেরপুর সিনিয়র জুডিশীয়াল ম্যাজিস্ট্রেট বৈজন্ত বিশ্বাসের বিশেষ আদালতে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক আটক তিন শিক্ষকের জামিন আবেদন মুঞ্জুর করেন। জামিনে মুক্তিপ্রাপ্ত শিক্ষকরা হলেন,গাংনী উপজেলার চেংগাড়া সিএফএম মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আজমত আলী, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক হাসানুজ্জামান ও মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল হুদা। গাংনী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তারা জানান, রুটি রুজির তাগিদে শিক্ষকদের করা আন্দনে হামলাকারী কারী সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্র বিচারের দাবীতে আগামীকাল শনিবার সকাল ১১ টার সময় বামুন্দী স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষক সমাবশে করে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে।

উল্লেখ্য,বৃহস্পতিবার গাংনী উপজেলার নন এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এমপি ভূক্তকরণ ও এমপিও ভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জাতীয়করণের দাবীতে গাংনী উপজেলার শিক্ষক সমিতির উদ্যোগে মিছিল সমাবেশ ছিল। মিছিল সমাবেশ করার সময় গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে সন্ধানী শিক্ষকদের সাথে আন্দোলনরত শিক্ষকদের হাতহাতি হয়। এঘটনার জের ধরে সন্ধানী স্কুল এন্ড কলেজের ছাত্ররা লাঠি শোঠা ,রামদা ধারাল অস্ত্র দিয়ে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা করে। এসময় শিক্ষকসহ প্রায় ৩০ জন আহত হয়। পরে, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্প  ও গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠি রাতে আটক এ তিন জনকে প্রধান প্রধান আসামী দেখিয়ে প্রায় আড়াই থেকে ৩শ জন শিক্ষককে আসামী করে গাংনী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।