বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ

By মেহেরপুর নিউজ

January 27, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭৮ জানুয়ারী: মেহেরপুরের গাংনী উপজেলার কুমারীডাঙ্গা পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে সমাজের অবহেলিত ৩৫ জন প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরন করা হয়েছে। গাংনী সিদ্দীকিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে আজ রবিবার দুপুর ১২ টার দিকে ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ৩১ জন প্রতিবন্ধীদের মাঝে ক্র্যাস বিতরণ করা হয়েছে। কুমারীডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির পরিচালক একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক এমপি আব্দুল গনি,বিশেষ অতিথি ছিলেন,গাংনী উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,গাংনী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ,আওয়ামীলীগ নেতা হাজী মুহাম্মদ মহসীন,সংস্থার ডোনার জ্যাক মিস ও মিষ্টার ইয়ান। এসময় জাতিয় পার্টি  (জেপি) জেলা সভাপতি আব্দুল হালিম, জ্যাক মিশন স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম রিন্টু,কমরেড জালাল উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।