তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধি:
নোভেল করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে জনস্বার্থে মঙ্গলবার সন্ধ্যা ৭ টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেহেরপুরের গাংনী উপজেলার সকল দোকানপাট, প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ ঘোষণা করা হয়েছে।
মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মেহেরপুর একটি জরুরী ঘোষণার মাধ্যমে এ আদেশ দেন। গাংনী থানা পুলিশ সন্ধ্যা ৭ টার দিকে দোকানপাট বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
তবে কাঁচাবাজার, মুদি দোকান, খাবারের দোকান, ঔষধের দোকান, হাসপাতাল ও জরুরী পরিসেবা এ আদেশের আওতামুক্ত থাকবে। এছাড়াও যত্রতত্র ঘোরাফেরা না করে সকলকে নিজ নিজ বাড়ীতে অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে বাইরে যত্রতত্র ঘোরাফেরা করতে দেখা গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।