বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত আহাদ আলীর পরিবারকে আর্থিক সহযোগিতা

By মেহেরপুর নিউজ

November 10, 2019

মেহেরপুর নিউজ:

বিদ্যুৎস্পৃষ্টে নিহত গাংনী উপজেলার হিন্দা পশ্চিমপাড়া আহাদ আলীর পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে।

রবিবার সকালের দিকে গাংনী উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমান উপস্থিত থেকে আহাদ আলীর পরিবারকে আর্থিক ১০ হাজার টাকা সহযোগিতা প্রদান করেন।

উল্লেখ্য শনিবার বিকালের দিকে পাখিভ্যান চালক আহাদ আলী  বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বরণ করেন। আহাদ আলীর স্ত্রী দুই পুত্র সন্তান রয়েছে। খবর পেয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান তার বাড়ি উপস্থিত হয়ে এর অর্থ প্রদান করেন।