আইন-আদালত

মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালতে মাংস বিক্রেতার জরিমানা

By মেহেরপুর নিউজ

February 21, 2020

তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে সরকার নির্ধারিত মূল্যের বেশি দরে মাংস বিক্রি করার অপরাধে গাংনী বাজারের মাংস ব্যবসায়ী আলমগীর ও মিলন হোসেনের কাছ থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ানুর রহমান।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান জানান, গাংনী বাজারের মাংস ব্যাবসায়ীরা ৫০০ টাকার পরিবর্তে ৫৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি করছিলেন। ক্রেতারা অভিযোগ দিলে তার সত্যতা প্রমানিত হওয়ায় উক্ত ব্যাবসায়ীদের দুইজনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান এ জরিমানা আদায় করেন। গাংনী থানা পুলিশের একটি দল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।