আইন-আদালত

মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা

By মেহেরপুর নিউজ

April 04, 2020

 তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে ৭ ব্যবসায়ীকে মোট ৬ হাজার ৪ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  শনিবার বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সরকারি আইন না মানায় ব্যবসায়ীদেরকে এ জরিমানা করা হয়।

জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা হলো: বামুন্দী বাজারের এনকে বস্ত্রালয় এন্ড শাড়ি ঘরের স্বত্বাধিকারী ও আবুল কালামের ছেলে আমানুল্লাহ ৫ হাজার, কড়ুইগাছি গ্রামের আজিজুল হকের ছেলে টুটুল ১ শ, বড় বামন্দি গ্রামের খোদা বক্সের ছেলে আক্তার ১ শ, আড়পাড়া গ্রামের ওসমান আলীর ছেলে অসিমুদ্দিন ১ শ, হাড়িয়াদহ গ্রামের তবির উদ্দিনের মেয়ে সাবিনা ৫ শ, গাংনী গ্রামের মজের আলীর ছেলে তাহের আলী ১ শ এবং আনসার আলীর ছেলে নওশাদ আলী ৫ শ টাকা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। গাংনী থানা পুলিশের একটি টিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।