করোনাভাইরাস

মেহেরপুরের গাংনীতে মরহুম মতিউর রহমান পরিবারের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

May 20, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে মরহুম মতিউর রহমান পরিবারের উদ্যোগে ৮৪ জন অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার নিজ গ্রাম মোহাম্মদপুরে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন মরহুম মতিউর রহমানের পরিবার।

মরহুম মতিউর রহমানের বড় ছেলে শরিফুল ইসলাম মাস্টার জানান, তার ব্যক্তিগত উদ্যোগে পিতার নাম অনুসারে গ্রামে একটি ফাউন্ডেশন তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাতে গ্রামের অসহায় ও অসচ্ছল পরিবারের মানুষ ফাউন্ডেশন এর মাধ্যমে সহযোগিতা পেতে পারে। এরই ধারাবাহিকতায় আজ গ্রামের ৮৪ টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেই সাথে এলাকার যারা বিত্তবান রয়েছে তাদেরকেও দেশের এ ক্রান্তিকালে অসহায় মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মরহুম মতিউর রহমান পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা।