কৃষি সমাচার

মেহেরপুরের গাংনীতে শত্রুতার জোরে বিষ স্প্রে করে ৫৭০ টি কলার কাঁদি বিনষ্ট

By মেহেরপুর নিউজ

April 04, 2020

 তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার পাকুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ৫৭০টি কলার কাঁদি বিষ স্প্রে করে বিনষ্টের ঘটনা ঘটেছে। আব্দুল কুদ্দুস পাকুরিয়া গ্রামের আবুল হোসেন মন্ডলের ছেলে।

শনিবার দুপুরে ওই কলার ক্ষেতে সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রায় প্রতিটি কলার কাদিতে বিষাক্ত বিষ স্প্রে করে কলা গুলো নষ্ট করে দেওয়া হয়েছে। কলা চাষী আব্দুল কুদ্দুস জানান কলা চাষ করার জন্য গাড়াডোব সোনালী ব্যাংক থেকে তিনি ১ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন।

তিনি কলা বিক্রি করে ১ লক্ষ টাকা ঋণ পরিশোধ এবং সেই সাথে নিজেও প্রায় ১ লক্ষ টাকা লাভবান হবেন এমন আশায় ক্রেতাও ঠিক করেছিলেন কলা বিক্রির জন্য। অথচ ক্রেতা কলা নেওয়ার জন্য কলা খেতে গিয়ে দেখে সমস্ত কলার কাঁদিতে বিষ স্প্রে করে নষ্ট করে দেওয়া হয়েছে।

এ সংবাদে আব্দুল কুদ্দুস মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি জানান গ্রামে তার কোন শত্রু নাই। তবে তার ভাইয়ের ছেলে শাফায়েত এ ধরনের কাজ করতে পারে বলে অভিযোগ তোলেন তিনি। আব্দুল কুদ্দুস আজ সকালে শাফায়েতের বিরুদ্ধে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি।