টপ নিউজ

মেহেরপুরের গাংনীতে স্বামী পরিত্যক্ত মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

By মেহেরপুর নিউজ

October 10, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনীতে পারভিনা খাতুন (৪৭) নামের স্বামী পরিত্যক্ত এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এক কন্যা সন্তানের জননী পারভিনা গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত আতর আলীর কন্যা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার হাড়াভাঙ্গার বাজারের একটি দোকানের সামনে থেকে পারভিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা।

স্থানীয়রা জানান, সকালে পথচারীরা হাড়াভাঙ্গা বাজারের শিপন ভ্যারাইটি ষ্টোরের সামনে একটি আড়ার সাথে মহিলার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশটি কাজীপুর গ্রামের পারভিনা খাতুনের বলে চিহ্নিত করে।

পারভিনার চাচাতো ভাই নবীছুদ্দীন জানান,পারভিনা খাতুনের সাথে ৮ বছর আগে বিয়ে হয় একই এলাকার বালিয়াঘাট গ্রামের জুলহাস আলীর। তার একটি ৫ বছর বয়সী মেয়ে আছে। দু’বছর আগে পারভিনাকে তার স্বামী তালাক দেয়। সে থেকে বাবার বাড়িতে বসবাস করে আসছিল।

স্থানীয়দের ধারণা, পারভিনাকে হত্যা শেষে দোকানের সামনে আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহাম্মদ আলী জানান,লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।