মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল -জোড়পুকুড়িয়া কলেজের কাছে শ্যালো ইঞ্জিন চালিত নসিমন থেকে পড়ে জান আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত জান আলী উপজেলার তেরাইল গ্রামের বাসিন্দা।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান,আজ রোববার দুপুর আড়াইটার দিকে জান আলী একটি নসিমনে করে তেরাইল থেকে ভোমরদহ যাচ্ছিলেন। পথে নসিমনটি তেরাইল-জোড়পুকুড়িয়া কলেজের কাছে পৌঁছালে তিনি অসাবধানতাবশতঃ নসিমন থেকে পড়ে যান। এতে তিনি মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করেন।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।