বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

By মেহেরপুর নিউজ

September 28, 2015

মেহেরপুর নিউজ,২৮ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল বাজারে সড়ক দুর্ঘটনায় আছিয়া খাতুন (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আছিয়া ভরাট গ্রামের জহর মোল্লার স্ত্রী। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে। নিহতের ময়না তদন্ত শেষে আছিয়া খাতুনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভরাট গ্রামের জহর মোল্লার স্ত্রী আছিয়া খাতুন তেরাইল বাজারের রাস্তার পার হচ্ছিল। এসময় মেহেরপুরগামী একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১-১৩২৭) তাকে ধাক্কা দেয়। এতে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। গাংনী থানার ওসি তদন্ত মোক্তার হোসেন বলেন, ঘাতক ট্রাকটি স্থানীয় জনতা আটক করলেও চালক ও তার সহকারীরা পালিয়ে যায়। তিনি আরো বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত

ব্যবস্থা নেয়া হবে।