অন্যান্য

মেহেরপুরের গাংনীতে ১০টি বোমা সহ দুই ডাকাত আটক

By মেহেরপুর নিউজ

October 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রাম থেকে ১০ টি বোমা, একটি রামদা  ও একটি ছোরা সহ দুই ডাকাতকে আটক করেছে গাংনী থানা পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে ডাকাতির প্রস্তুুতিকালে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো,মহাম্মদপুর গ্রামের  মৃত আব্দুস সাত্তারের ছেলে কুদ্দুস আলি (৪৫) ও একই গ্রামের ভাষান আলীর ছেলে আকবর আলি (৫২)। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানান, রাতে একদল ডাকাত মহাম্মদপুর গ্রামে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পলিশের  একটি দল অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ১০টি তাজা বোমা, একটি রামদা ও একটি ছুরা উদ্ধার করা হয়েছে।