বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে ১০টি আগ্নেয়াস্ত্র,৫৫ রাউন্ড গুলিসহ ১১টি ম্যগজিন উদ্ধার ।। এক অস্ত্র ব্যাবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

January 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জানুয়ারী: মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ঈদগাহের পাশে অভিযান চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড গুলিসহ ১১টি ম্যগজিন উদ্ধার করেছে গাংনী র‌্যাব ৬ ক্যাম্পের সদস্যরা। এসময় কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ গ্রামের জাকির মন্ডলের ছেলে অস্ত্র ব্যবসায়ী ফুলচাঁদ কে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব জানায়, আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব খবর পায় কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ গ্রামের জাকির মন্ডলের ছেলে অস্ত্র ব্যাবসায়ী ফুলচাঁদ অস্ত্রের একটি বড় চালান নিয়ে গাংনীর সাহেবনগরে অবস্থান করছে। এমন খবর পেয়ে গাংনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি গোলাম রব্বানী শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় ফুলচাঁদ  কে গ্রেফতার করে তার কাছ থেকে ২টি নাইন এমএম পিস্তল, ৪টি ৭.৬৫ পিস্তল, ২টি সাটারগান, ২টি ভারতীয় পাইপ গান, ৫৫ রাউন্ড গুলি ও ১১ টি ম্যাগজিন উদ্ধার করে র‌্যাব সদস্যরা।