জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জানুয়ারী: মেহেরপুরের গাংনী থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১২ জন নেতা কর্র্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ৪ জন জামায়াত ও ৮ জন বিএনপি’ কর্মী বলে দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বুধবার ভোর রাতে পুলিশের বিভিন্ন টিম এ অভিযান পরিচালনা করেন। আজ দুপুরে তাদের কে আদালতে হাজির করা হয়েছে। আটককৃতরা হলেন, জামাতের নেতা বাঁশবাড়িয়া গ্রামের হাজী কলিম উদ্দীনের ছেলে আব্দুল মালেক (৫০),ধানখোলা গ্রামের রাহেন উদ্দীনের ছেলে বিএনপি কর্মি আকতার হোসেন (৩১), দীঘলকান্দি গ্রামের আব্দুল জব্বারের ছেলে খলিলুর রহমান (৫০), ছাতিয়ান গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বিএনপি কর্মি কামরুল ইসলাম (৩২), ভবানীপুর গ্রামের আনসার আলী’র ছেলে বিএনপি কর্মি আব্দুস সামাদ (৪৮),কসবা গ্রামের সামসুল হকের ছেলে বিএনপি কর্মি শফিকুল ইসলাম (৪১), হাসান আলীর ছেলে বিএনপি কর্মি কালু (২৮),আবু বক্করের ছেলে জামায়াত কর্মি মুকুল (৩৫), বাওট গ্রামের জহির উদ্দীনের ছেলে জামায়াত কর্মি জিলু হোসেন (৩৪), নইমদ্দীনের ছেলে বিএনপি শরিফুল ইসলাম (৩৫), ভবনাীপুর গ্রামের পালান আলীর ছেলে জামায়াত কর্মি সিরাজুল ইসলাম (৫০) ও একই গ্রামের বিপ্লব হোসেনের ছেলে বিএনপি কর্মি মোরাকাত আলী (২৭)। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, যাদের আটক করা হয়েছে তাদের যাছাই-বাছাই শেষে কিছু আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। বাকী যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবেনা তাদের ছেড়ে দেওয়া হবে। এদের বিরুদ্ধে ১৫১ ধারায় অভিযোগ এনে কোর্টে চালান দেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন। এদিকে বিএনপি জামায়াতের নিরীহ কর্মি সমর্থকদের বিনা অপরাধে আটক ও চালান দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি’র জাতীয় কমিটির সহত্রান বিষয়ক সম্পাদক ও মেহেরপুর -২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন।
মেহেরপুরে ৮ জন ওয়ান্টেভূক্ত আসামী আটক মেহেরপুর জেলার তিন থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৮ জন আসামীকে আটক করেছে। মেহেরপুর পুলিশ সুপারের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত ভর গাংনী, সদর ও মুজিবনগর থানা পুলিশ ছাড়াও বিভিন্ন পুলিশ ক্যাম্পের আইসি’রা এসব ওয়ারেন্টি আটক অভিযান পরিচালনা করেন। পুলিশ জানান, আটকদের মধ্যে জিআর মামলার ৪ জন,সিআর মামলার ৩ জন ও নিয়মিত মামলার একজন ওয়ারেন্টভূক্ত আসামী রয়েছেন। আটকদের দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।