টপ নিউজ

মেহেরপুরের গাংনীতে ১৫টি আলগামন আটক

By মেহেরপুর নিউজ

October 10, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী শহরে ১৫টি অবৈধ যান আলগামন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিক থেকে দুপুর পর্যন্ত অভিযানের নেতৃত্ব দেন জেলা ট্রাফিক ইন্সপেক্টর মুজতবা আলি।

তিনি জানান, দূর্ঘটনা এড়াতে অটোভ্যান ও বাটারী চালিত অটোরিক্সায় যে সাদা লাইট ব্যবহার করা হয়ে থাকে সেটা রাস্তায় চলাচলে অত্যান্ত ক্ষতিকর এবং  দূর্ঘটনার বড় কারণ। তাই ঐ সাদা লাইট অপসারণ করার হচ্ছে সাথে সাথে অবৈধ যান আলগামন আটক করার হচ্ছে।

তিনি আরো বলেন, এ পর্যন্ত ১৫টি আলগামন আটক করে গাংনী থানা হেফাজতে পাঠানো হয়েছে। ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মুজতবা আলি  জানান জনগনকে সচেতন করতে এবং দূর্ঘটনা রোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।