বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে ২০ বোতল ফেন্সিডিল ও গাঁজা সহ দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

March 18, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মার্চ: মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা ও বাহাগুন্দা গ্রামে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ  শাহিন আলম (২৫) ও কাওছার আলীকে (৪০) নামের দু’ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গাংনী থানার ওসি গোলাম মোস্তফা  জানান, আটক শাহিন ও কাওছার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদের নেতৃত্বে  পুলিশ অভিযান চালিয়ে বাহাগুন্দা গ্রাম থেকে ২০ বোতল ফেনসিডিলসহ  কাওছার আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। অপর দিকে বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ওসমান গনি হাড়াভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ শাহিন আলমকে আটক করেন।