বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরের গাংনীতে ২ টি ওয়ানস্যুটারগান ও ২ টি বোমা উদ্ধার করেছে র‌্যাব

By মেহেরপুর নিউজ

February 07, 2013

জুলফিকার আলী কানন, মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৭ ফেব্রুয়ারী: মেহেরপুর জেলার গাংনী উপজেলার বিলধোলা গ্রাম থেকে পৃথক দুটি অভিযান চালিয়ে ২ টি ওয়ান স্যুটারগান ও ২ টি তাজা  বোমা উদ্ধার করেছে র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। উদ্ধার করা বোমা গুলি বেশ শক্তিশালী বলে র‌্যাব জানিয়েছে। বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য র‌্যাব ক্যাম্প  চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। তবে এর সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত আটক করতে পারিনি র‌্যাব। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার কাজী আক্তার হোসেন জানান,আজ বেলা আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাংনী উপজেলার বিলধলা গ্রামের পার্শ্বে একটি বাঁশবাগানের মধ্যে থেকে পরিত্যাক্ত ২ টি ওয়ানস্যুটারগান উদ্ধার করা হয়েছে। অপরদিকে একই উপজেলার ছাতিয়ান গ্রামের পাকা রাস্তার পার্শ্বে থেকে সকাল ১১ টার দিকে  ২ টি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। লাল টেপ মোড়ানো বোমা ২ টি উদ্ধার করে র‌্যাব ক্যাম্পে আনা হয়েছে। বোমা ২ টি ও আগ্নেয়াস্ত্র দুটি কোন নাশকতা ঘটানোর জন্য জড়ো করে থাকতে পারে বলে ধারণা করছে র‌্যাব-৬।